আমি প্রেমের দামে চেয়েছিনু প্রেম
বিনিময়ে সযতনে করুণা পেলেম।
আর কতটা ভালোবাসলে বলবে ভালোবাসি?
আর কতটা থাকলে কাছে বলবে কাছে আছি?
আর কতটা কষ্ট সইলে বলবে সহনশীল?
আর কত দেখাবো খুলে তুমিময় দিল্?
আর কতটা নিচে নামলে প্রেমিক বলো হব?
কত আর নিজের সাথে মিছে কথা কব?
কতটা আর অশ্রুজলে ভাসাবে তুমি?
কতটা আর রক্তস্নাত হবে হৃদয় ভূমি?
স্পষ্ট ভুলকে কত আর ফুল ভেবে যাব?
গন্ধহীন ফুলে কত কাটার আঘাত পাব?
তোমাকে ছেড়ে দিয়েই যদি পাওয়া হয়
না পেয়েও বলব একে পরম পাওয়া কয়।
আমি প্রেমের দরে চেয়েছিনু প্রেম
বিনিময়ে সযতনে করুণা পেলেম।
০৩.০৪.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।