ওহে ঘূর্ণিঝড় আম্পান!
কত মনোহর তোমার নাম!
"আকাশ" তোমার নামের অর্থ
কিন্তু, মনের বিশালতা দেখাতে হয়েছ ব্যর্থ।
ভারত মহাসাগরের বুকে জন্ম নিলে
প্রকৃতিকে কী তান্ডব উপহার দিলে!
দেখালে তোমার ক্ষমতার কত দাপট
দেশকে করলে ওলট-পালট।
ভাঙলে দুঃখিনী মায়ের ছাপরা বাড়ি
ঘুরালে প্রকৃতিতে আধিপত্যের ছড়ি।
ভাঙলে প্রকৃতির বন্ধু সুন্দরবনের হাত-পা
চুরমার করে দিলে সামনে পেলে যা।
করলে কতশত ভাঙচুর ও প্রাণহানি
দয়া মনে কি হয়নি একটুখানি?
আমাদের অকৃত্রিম বন্ধু সুন্দরবন
নিজের জীবন বাজি রেখে দিলো বন্ধুতার প্রমাণ।
কিন্তু, আমরা কত স্বার্থপর মানব!
সুন্দরবনের প্রতি যুগে যুগে হয়েছি দানব।
প্রতিনিয়ত আমরা উজাড় করছি বন
বুঝিনি সুন্দরবন আমাদের কত আপন।
আম্পানকে সুন্দরবন না-করলে প্রতিহত
মানুষ ও প্রাণী হতো আরও হতাহত।
মানুষ! কবে তোমার বিবেক-বুদ্ধি জাগ্রত হবে?
সুন্দরবনকে রক্ষায় পদক্ষেপ নেবে?
না থাকলে প্রাণবন্ধু সুন্দরবন
কে রক্ষা করত উপকূলীয় সম্পদ ও জীবন?
এবার আসবে ঘূর্ণিঝড় 'নিসর্গ' তার নাম
সেও শুনাবে প্রলয়ের অবিনাশী গান।
"আম্পান-নিসর্গ" ঘূর্ণিঝড় থেকে বাচঁতে চাও?
জাতীয় বনায়নের কোনো বিকল্প নাই।