আমি সেই লোক,
বয়ে বেড়ায়, হৃদয়হীনা হারানোর শোক।
আমি সেই জন,
মিছে মায়ায় গুনি শুধু ফিরে আসার ক্ষণ।
হাজার ভিড়ে খুঁজি শুধু তোমাকেই
জানি তুমি নেই
জানি তুমি নেই!
ইবির সবুজ ঘাসে খুঁজেছি ঢের,
পথ ভুলে, সব ভুলে
আসো যদি ফের!
এসো, কৃষ্ণচূড়ার তলে দুজন বসি
জীবনের যতসব হিসেব কষি।
জীবন-পথের বাঁকে ওগো সখি
বহু দিন পর যদি তোমায় দেখি!
কী করে দেখব সেদিন ওই চাঁদমুখ
অশ্রু শুকিয়ে চক্ষু পাথর, খাঁখাঁ এ বুক।
২৪.০৭.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।