বাতাসে ফুলের ঘ্রাণে মাতাল হয়ে
যখন একা ফেলে চলে গেলে আমায়,
আমার কষ্টগুলো ডানা ঝাপটিয়েছে বারবার
কিন্তু তোমার কাছে যেতে পারেনি।
তোমার বিরহের আঘাতে হৃদয় হয়েছে রক্তাক্ত,
রক্তের জমাটকে আমি ডালিমের মত আড়াল করেছি,
কেউ দেখেনি। কেউ বোঝেনি।
করোনাভাইরাসে আক্রান্ত রোগিরমতো,
একাকিত্বের যন্ত্রণায় আমি ছটফট করেছি।কেউ দেখেনি।
তুমিও আমার দিকে ফিরেও চাওনি।
তোমার সম্মুখে বসন্তের হাতছানি, পিছনে জীর্ণশীর্ণ শীত,
তুমি কী আর ফিরে তাকাও!
ভেবেছিলাম আমার জীবনে বসন্ত আসবে না,
কিন্তু দ্যাখো, নিষ্ঠুর শীতের শেষে-
আমার জীবনেও বসন্ত এসেছে।
বাগান ভরে গেছে ফুলে ফুলে,
কতো শত বসন্তের কোকিল ভিড় করে নিত্যদিন।
গান গায়, করে ওড়াউড়ি, ডাকে কুহুরবে।
আমিতো তোমার মতো বসন্তের কোকিল চাইনি,
চেয়েছিলাম তাকে, যে আমায় কখনও ছেড়ে যাবে না,
আহত পাখা দিয়েও আগলে রাখবে শত বাধা-বিপত্তি থেকে।
তবু তোমায় বারবার মনে পড়ে যায়,
কারণ, তুমি আমার প্রথম বসন্তদিনের কোকিল ছিলে
তোমায় কি ভুলে থাকা যায়?
চাই তোমার জীবনে আবারও বসন্ত আসুক,
প্রেমকানন ভরে উঠুক ফুলে-ফলে।
ভালোবাসলে কি আর অনিষ্ট কামনা করা যায়?