আঁধার কেটে যাবে। আলো আসবেই।
এমন কোনো আঁধার দেখেনি পৃথিবী -
দিনের আলোয় যে আঁধার নিমেষেই হারিয়ে যায়নি।
এমন কোনো রাত দেখেনি পৃথিবী -
যে রাতের শেষে ভোরের সূর্য মাথা উঁচু করে ওঠেনি।
এমন কোনো সূর্যগ্রহণ দেখেনি পৃথিবী -
সময়ের ব্যবধানে যে সূর্যগ্রহণ শেষ হয়ে যায়নি।
এমন কোনো ঘন কালো মেঘ দেখেনি পৃথিবী -
অঝোরে বৃষ্টি বর্ষণের পর যে মেঘ কেটে যায়নি।
এমন কালবৈশাখী ঝড় দেখেনি পৃথিবী কোনদিন-
সময়ের সাথে যে ঝড় তার শক্তি হারিয়ে শান্ত হয়নি।
হে মানব! হতাশ হোয়ো না। আলো আসবেই।
রাতের গাঢ় অন্ধকারের পর যেমন দিনের সূর্য ওঠে-
আলোর রেখা যেমন আঁধার দূরীভূত করে-
সময়ের ব্যবধানে যেমন সূর্যগ্রহণ কেটে যায়-
বৃষ্টি ঝরে যেমন ঘন কালো মেঘ নিঃশেষ হয়ে যায়-
ঝড়ের পর যেমনি পৃথিবী শান্ত হয়-
তেমনি এই করোনাভাইরাসের কবল থেকেও মুক্তি আসবে।
আমাদের এ বন্দি জীবনের অবশ্যই অবসান হবে।
আবার সমুদ্র সৈকতে, পার্কের বেঞ্চে, ধর্মীয় উপাসনালয়ে
শুরু হবে মানুষের আনাগোনা।
আবার আমরা ছুটে যাবো কর্মব্যস্ত শহরে-
যোগ দেবো পৃথিবীর কোলাহলে।
শুধুই কয়টা দিনের অপেক্ষা। ঘরে থেকে শুধু
ক্যালেন্ডারের পাতা গোনা। আর-
ঈশ্বরের কাছে ফরিয়াদ করা।
তিনি নিশ্চয়ই আমাদের ফরিয়াদ কবুল করবেন।
সকল অশুভ আঁধার কেটে যাবে। আলো আসবেই।