আজব সমাজ, নব্য রীতি
বলব কী যে আর,
চোরে চোরে মাসতুতো ভাই
কী এলাহি কারবার!
চোরেরা আজ সমাজপতি
দেশের হর্তাকর্তা,
সাধুরা সবাই চুপসে গেছে
ভয়ে বলে না কথাবার্তা।
হুঁচড়া নাতি সমাজের মোড়ল
সমাজের মজলিশে বিচার করে,
বিজ্ঞ দাদু চলে মুখ লুকিয়ে
পড়ে থাকে নিজের ঘরে।
সাধু চোরকে বললে কিছু
সাধুর রক্ষা নাহি আর,
চোরের দলেরই আইন-আদালত
তাই, হবে সাধুরই কঠিন বিচার।
জানি, ওহে ধর্ষকের বিচারক
তুমি দেবে না ধর্ষণকারীকে সাজা,
কারণ, যৌবনকালে তুমিই ছিলে
ধর্ষণের মহারাজা।
ফকিন্নির ছেলের চরম দাপট
সে যে হয়েছে পাতিনেতা,
সত্য মিথ্যার নাই বালাই নাই
বলে চ্যাটাং চ্যাটাং কথা।
খাঁটি মানুষ তাই পড়ে আছে
মাটি কামড়িয়ে ঘরে,
হবে হয়ত সমাজের পরিবর্তন
দেখি, আল্লাহ্পাক কী করে!