রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার যায় প্রাণ
নিজে বাচঁলে বাপের নাম, বলে গেছেন চাচাজান।
শুনছি— একদল গিলে গেছে, আরেক দল গিলবে
কপাল পোড়া প্রজাদের  কি সুখ-শান্তি মিলবে?

বৃদ্ধ রাজার করুণ দশা, চারদিকে ঘোর আন্ধারি
নারকীয় উল্লাস রাজ্য জুড়ে, নাই কোনো কান্ডারি।
শুয়োর-বাচ্চার গজাইছে দাঁত, বাপের পাছা কামড়ায়
কচুর খেত খেয়ে সাবাড়, ভুখা আছি আমরাই!

এই যদি হয় দেশের গতি আমজনতার কীযে হাল?
একাত্তর, জুলাই—৩৬, দেখব আর কত কাল?
শান্তিপ্রিয় জনতা আজ খোদার কাছে ভিখমানি
চাই মাতৃভূমির সুখ-সমৃদ্ধি, করো খোদা মেহেরবানি।

১২.০৩.২০২৫ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।