তুমি তো আছো বেশ ভালো,
সংসারে জ্বালিয়ে সুখের আলো।
আমি আছি ল্যাম্পোস্টের ধারে,
মনের দুঃখ বলি আর কাহারে!
সুখের চেয়ে দুঃখের যাপন বেশি,
তবে কি আমি নিজেই ছদ্মবেশী!
মিছে মিছে দুঃখবিলাস করি,
দুঃখ যেন অমৃত আহা মরি!
সুখের বলো দেব কি আর দোষ,
হতভাগা, তুই সুখের যোগ্য নোস!
কপালের চামড়া জুড়ে ভাঁজ,
বিদ্রোহটা নয় যার কাজ।
সুখ কি সহজে দেবে ধরা?
জিয়ন্তে যে হয়ছে ঘাটের মড়া।
২৭.১০.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।