আধেক জীবন, আধেক যেন বাঁচা,
মস্ত বড়ো দুনিয়াটা আস্ত বড়ো খাঁচা।
জীবন যেন মায়ার শঙ্খনীল কারাগার,
সবকিছু আছে তবু মিছে হাহাকার।
উড়ন্ত ঘুড়ি আমি, অন্যের হাতে নাটাই,
প্রাচুর্যের ছড়াছড়ি তবু হতাশায় দিন কাটাই।
এভাবে স্বভাবে কাটে দিবস-রজনি,
চারিদিকে লোকের ভিড় নাইকো সজনি।
সকল বাঁধন ছিন্ন হলেও মায়া ছাড়ে না,
আধেক জীবন আমার, জীবন বাড়ে না।
কাম-ক্রোধ-লালসা ছেড়ে গ্যালো না,
আধেক জীবন তবু যাপন হলো না।
আধেক জীবনে হলাম পুরো হায়েনা,
আধেক মানব তবু হওয়া হলো না।
কী আর করব আধেক জীবন, নষ্ট জীবন!
প্রাণহীন জীবন নিয়ে মরি আধেক মরণ!
২৪.০৬.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।