অনিন্দিতা
শফি মোঃ ওমর ফারুক তাং ঃ ১২/১০/ ২০১৭ ইং
হে, কীর্তনখোলা; তুমি কি শুনতে পাও আমার আত্নার গোপন কথা ?
অনুচ্চারিত মেঘ বালিকার শব্দ মালা ?
রিক্ত হ্রদে অস্পষ্ট বিষণ্ণতা; রোদ নামে অবনত অনন্ত দূরে
নৃতত্ত্বে কতোখানি ব্যথার বৈরাগ, বৃষ্টি মুষল সন্ধ্যায় ?
চির বসন্তগুলো নিরচুপ নিরবে খসে পড়ে জীবন বৃন্ত থেকে
কাকে তুমি আলো বল ? আলোর জলসায় নিষিক্ত আষাঢ় ।।
বৃষ্টি মুগ্ধ প্রহর গুলো; চর্যবৃত্তির মোহ নিদ্রায় ঘুমন্ত নয়
চিত্রকর কি ? রং খুজছে, তোমার কাছে, পড়ন্ত বেলায়, বসন্ত আসিবার তরে
শান্ত জলাশয় কি ? চির বসন্তের কথা বলে, হে; কীর্তনখোলা ?
শৈল্পিক ভঙ্গিতে নড়ে চড়ে না তীর্থজল, নৈবেদ্য দাবানলে, কৌঁসুলি আড় চোখে
হে; কীর্তনখোলা, বর্ষা নুপুর কি ? ঝংকার খোঁজে তোমার বুকে ?
জল থেকে চোখের জল বা কাজল আলাদা করা যায় না ।।
কংস পাড়ের পাপড়িতে পুস্প রেনু কি পরাগায়নে ব্যপ্ত ?
শব্দ মন্দিরা; মোহনিদ্রায়, ব্রতী; নব্য অভিধায় চিত্ত ধোয়
দুর্বিনীত অহনীশে এ কোন মোহমুগ্ধতা এঁকে দিলে, হে; কীর্তনখোলা ?
খড়কুটো নিসর্গে চোখের কাজল, সিঁথিতে সিধুর
রহস্য পিয়াসী চৈতালি মাঠে বুনোলতা
আত্নায় আত্নিক শৈলী, অনিন্দিতার দু'চোখে, হে; কীর্তনখোলা ।।
স্থান ঃ ১/২, লার মিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা
তাং ঃ ১২/১০/২০১৭ ইং