সেদিন বুঝবে তুমি
অদৃশ্য আমি
======

ওগো মোর প্রিয়তমা কোথায় তুমি ,
পাই-না খুঁজে আমি তোমার হারানো সেই সুর !
আমি হতে আজ তুমি দূর ,
তুমি আজ দূর বহু দূর !
ওগো মোর প্রিয়তমা কোথায় তুমি ,
পাই-না খুঁজে আমি তোমার হারানো সেই সুর !
অথচ যেদিন তুমি আমার কাছে ফিরে আসবে ,
সেদিন আর খুঁজে পাবেনা আমায় !
সেদিন তুমি দেখবে কালের স্রোতে হারিয়ে গেছি আমি ।
সেদিন শুধু তুমি একাই বসে থাকবে রাতের ওই নীল
আকাশের নিচে....
আমিতো থাকবো না সেদিন ,
আমি দূরের ওই নীল আকাশের ছোট্ট
একটি তারা হয়ে তোমার পানে চেয়ে থাকবো !
তখন তুমি বুঝবে ভালোবাসার
মানুষ টা হারিয়ে গেলে কতটা কষ্ট হয় !