মনটা তুমি করেছো চুরি
অদৃশ্য আমি
======
প্রথম দেখাতে ই আমি নিষ্পলক তাকিয়ে ছিলাম তোমাতে ,
কি অপরূপ ছিলো তোমার -
মায়াবী ঐ হরিণী দুটি আঁখি ।
অসম্ভব সুন্দর দেখতে তুমি ।
তব কারণেই আজ অন্য মানুস্ক এই আমি !
কি অপরূপ ছিলো তোমার -
মায়াবী ঐ হরিণী দুটি আঁখি ।
মনে হয় তোমাকে নিখুঁত সুন্দর করে গড়েছে বিধাতা ।
প্রথম দেখাতে ই আমি নিষ্পলক তাকিয়ে ছিলাম তোমাতে ,
মনে হয় গগন নেমেছো তুমি এক পরী ।
নিজের অজান্তেই মম মনটা তুমি করেছো চুরি ।
দূর হতেই তোমাকে উপলব্ধি করেছি ,
অপলক দৃষ্টিতে উপলব্ধি করেছি তব অঙ্গভঙ্গি ;
হরিণের মত তব ঐ দৃষ্টি ।
কি অপরূপ ছিলো তোমার -
মায়াবী ঐ হরিণী দুটি আঁখি ।
অসম্ভব সুন্দর দেখতে তুমি ।