স্বপ্নে তুমি
অদৃশ্য আমি
======

মম স্বপ্নে তুমি আজো ভিড় করো !
হৃদয়ের ক্যানভাসে আঁকা শুধু তোমারই ছবি ।
ভাবনার দেয়ালে , মনেরই খেয়ালে ,
সারাক্ষণ তুমি করো খেলা ।
যদি হও তুমি চোখের আড়াল !
এ হৃদয়ে কে জেনো মারে কুড়াল ।
নিশি দিন তুমি থাকো মম ভাবনার আকাশে ,
তুমি হীন স্তব্ধ , নিরোভ নিথর ,
দুই আঁখি হতে অশ্রু ঝরে নিরলে ।
তুমি হীন এই ভাবি আমি ,
কাছে নেই তুমি , আছো দূরে ,
তবুও তুমি আছো মম এই মনেরই খেয়ালে ।
চোখে নেই তুমি ,
তুমি তো আসো ই প্রতি রাতে মম স্বপ্নে ।