তুমি তো চলেই গেছো
অদৃশ্য আমি
======
ক্ষণিকের সামান্য আয়ু আমাকে-
অনেক কিছু দিয়েছে !
তথা তুমি আমাকে দিয়েছো মারাত্মক ঘৃণা ।
আমার সুখ যদি তোমার তরে তিক্ততা হয় ?
ছলনার জাল বুনে ,
মিথ্যে ভালো বাসা নিয়ে কেনো এসেছিলে এই জীবনে ।
ছেড়ে যেতে চাও ?
যাবে কি !
তুমি তো চলেই গেছো !
অন্য কারো তরে ই যদি তুমি সুখ খুঁজবে
মিথ্যে প্রেমের গান লিখে
কেনো তুমি শিরিনসুরে আমাকে গান শুনিয়েছিলে ।
শুনেছি ভালোবাসা তো সেইটা......
যাকে ভালোবাসার পর
অন্য কাউকে ভালোবাসার
ইচ্ছা টাই মরে যায় ।
তাহলে তুমি আমাতে কোন ভালোবাসার প্রকাশ করেছিলে ?