জড়িয়ে গেছো গভীর মায়ায়
অদৃশ্য আমি
======

ও নন্দিনী তোমাকে কিছু কথা বলবো ,
নন্দিনী জানো তোমার দীর্ঘশ্বাস
আমাকে ধারুন ভাবে জাগ্রত করে ,
তোমার ছন্দ ,
তোমার উপমা আমাকে অনেক খানি
উৎসাহ যোগায় ।
নন্দিনী আমি জানি না প্রেম কি ,
জানিনা ভালবাসা কাকে বলে !
কবে কখন কোথায় কোন ঘরে তোমার জন্ম ,
তা কিছুই আমি জানিনা ,
অথচ নন্দিনী আমি তোমাকে পড়ি
তোমাকে জানার ও বুঝার চেষ্টা করি ।
নন্দিনী আমি কবিতা লিখি ।
নন্দিনী আমি তোমাকে নিয়ে লিখি ,
কিন্তু কি লিখি তা আমি নিজেই জানি না ।
যখন লিখতে ইচ্ছে হয় লিখি ,
কবিতা লিখি , লিখি আর হাসি তারপর ছিঁড়ি
এভাবেই আমার ডাইরিটাও ভরে রেখেছি কবিতা দিয়েই ।
নন্দিনী তোমাকে প্রতিদিন দেখি , দেখে আমি ভাবি ;
সাহিত্য সাময়িকী ও পত্রিকার পাতায় , তুমি আমার ভাবনায় ,
দেখি কবিদের কলমের ছোঁয়ায় , তুমি রয়েছো হৃদয়ের পাতায়
ও নন্দিনী বলো তোমায় কি দিয়ে যে বিদায় দেবো !
তুমি তো জড়িয়ে গেছো আমাতে গভীর মায়ায় ।