তোমার জন্যই লেখা
একটি চিঠি
অদৃশ্য আমি
======

প্রিয়তমা তুমি হয়তো ভাবো তোমার নিকট -
স্বার্থের টানে অর্থের লোভে মোর যাওয়া ,
তুমি হয়তো ভাবতেই পারো শারীরিক চাহিদা র স্বাদ জাগলেই-
তোমার নিকট আমার চলে আসা ;
যদি এমনটা-ই মনে হয় ,
তাহলে আমি বলতে চাই তুমিও বুজলে না এই আমাকে ।
আমি যদি তোমাকে না ভালোবাসি ,
তবে তুমি প্রশ্ন রাখো তোমাতে -
অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমি কেনো রেগে যাই ?
আমি যদি তোমাকে না ভালোবাসি ,
তবে তুমি আরেক বার প্রশ্ন রাখো তোমাতে -
তোমার বাসায় থেকেও কেনো তোমার গায়ে হাত তুলি আমি ?

প্রিয়তমা তুমি জানো ,
মেয়েদের সাথে আমি কথা বলি ,
প্রিয়তমা তুমি এটাও জানো মেয়েদের সাথে-
কথা বলা এটা মম এক রোগ !
তবে এ কথা তুমি সত্য মেনো যে-
কোনো মেয়ের সাথে আমার অবৈধ  সম্পর্ক নেই ।
প্রিয়তমা তোমার এটা বুজা উচিত ছিলো ,
যদি অন্য কোনো মেয়ের সাথে থাকতো শারীরিক সম্পর্ক
আসতাম না আমি তোমার কাছে !
প্রিয়তমা দুঃখ এখানেই তুমি আমার অতীতের মত
শুধুই ভুল বুজলে,
প্রিয়তমা আমি একটু বেশিই চঞ্চল , আমি দুর্বার ,
আমি নিত্য আমার মতই চলি ।

প্রিয়তমা , ভালবাসা কি হয়তো আমি বুজি না !
তবে এটা চরম এক সত্য দূরে থাকলে-
আমি তোমায় অনেক অনুভব করি ,
যা তুমি বুজ না ।
প্রিয়তমা তুমি তো নিজেই দেখেছো-
কি ভাবে ছিলো আমার চলা-ফেরা ।
কত টাকা ছিলো আমার পকেট খরচ !
অথচ সেদিন টাকা ছিলো না তুমি হতে ৩০০/=নিয়ে
আমাকে আমাকে আসতে হয়েছিলো ।
তাহলে চিন্তা করে দেখো কি দুশ্চিন্তার চাদর জরানো আমর গায়ে
আমার মাথায় কি কাজ করতে পাড়ে বুঝো একটু ।
আমি সর্বদা কত দুশ্চিন্তার থাকি ,
তা কি তোমার ধারণা হয় ?
প্রিয়তমা টাকা ছাড়া আজ পুরুষ অচল ,
টাকা আমার ঠিকই হবে, শুধু সময়ের প্রয়োজন ।
আর মেয়েদের বিষয়টা সত্যিই আমার মানসিক রোগ
বিশ্বাস রাখতে পারো প্রিয়তমা ।
আমাকে ভুল বুঝ না প্রিয়তমা
মেয়েদের সাথে কথা বলা অন্যায়, পাপ
তাও শয়তানের ধোকায় পরে হয়তো আমি ...........