বিষণ্ণতা যার নাম
অদৃশ্য আমি
======
ভালো বেসে আজ অবধি কেউ কি -
পেয়েছে পরিপূর্ণ আত্ম-তৃপ্তির স্বাদ ?
ইসলাম বলে বিয়ের আগে প্রেম
তা এক ধরনের অপরাধ , জীবন হয় নষ্ট !
বাস্তবতা বলে প্রেম এক বিষণ্ণতা , হৃদয়ে লাগে কষ্ট
আমেরিকা বলে প্রেম এক ফ্যাশন , শুধু টাকা হয় নষ্ট
মেয়েরা বলে ছেলেরা প্রতারক ,প্রেমের নামে বিড়্রার স্বাদ নেয়-
মেয়েটাকে করে ধ্বংস ।
ছেলেটা বলে মেয়েরা ছলনাময়ী , এক ছেলের সনে প্রেমের জাল বুনে
অন্যের বিয়ের পিরিতে বধূর সাজে বসে !
ভালো বেসে আজ অবধি কেউ কি -
পেয়েছে পরিপূর্ণ আত্ম-তৃপ্তির স্বাদ ?
লেখাঃ 24/05/2021