কে স্বার্থপর
অদৃশ্য আমি
======

কে বলে তারা স্বার্থপর ? স্বার্থপর তারা নয় !
সকলেই যাদের স্বার্থপর ভাবে ,
তারা আসলে স্বার্থ নিজ হয় ;
স্বার্থের জন্য পাগল যারা -
তারা স্বার্থপর কি করে হয় ?
নিজের স্বার্থ নিজে দেখে ,
নিজের স্বার্থ সে নিজেই বুঝে ।
অন্যের খোঁজ নেই যার-
সে হচ্ছে স্বার্থ-নিজ , নিজ স্বার্থবাদী ;

পরের জন্য কাঁদে যে ,
অন্যের জন্য করে যে ,
সকলের জন্য ভাবে যে ,
আমিতো ভাবি প্রকৃত স্বার্থপর সে-
কাড়ন সে দিচ্ছে তার সুন্দর মানসিকতা -
ও সুন্দর মনের পরিচয় ।