যা কেউ দেখে না
অদৃশ্য আমি
======
যা কেউ দেখে না , অন্তরের জ্বালা ;
মম দুর্দিনে আজ হৃদয় পুড়ছে অজানা ব্যথায় !
মম এই আঁখির জল সবাই দেখে ,
যা কেউ দেখে না ,
দেখে না ,
হ্যাঁ হৃদয়ের কষ্ট কেও দেখে না ,
সবে শুধু নিজের স্বার্থ খোঁজে !
জানেনা !
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে ।
কিন্তু না পাওয়ার
বেদনা সারা জীবন এ ও ভুলা যায় না ।
স্মৃতি গুলো শুধু কাঁদায় ,
যা কেউ দেখে না