যা মিথ্যে নয়
অদৃশ্য আমি
======
ওরে মানব পালাচ্ছ কোথায় ?
তুমি থামবে কোথায় গিয়ে ?
মৃত্যু দূত একদিন আসবে ঠিকই ,
সেদিন সে তোমায় সাথে করে যাবে নিয়ে !
যা মিথ্যে নয় ।
ধ্যান মগ্ন হয়ে ভাবো রে মানব ,
এ ধরাতে এরে চেয়ে চরম সত্য আর কিছুই নয় ।
সত্যিই যা মিথ্যে নয় ।