এ কেমন জীবন
অদৃশ্য আমি
-----------
এ জীবন আমার কেমন জীবন ?
যে জীবনের প্রকৃত স্বাধটাই বুঝলাম না !
এ জীবন আমার কেমন জীবন ?
যে জীবনের গল্প শুধু কষ্টের কালি দিয়ে লেখা !
এ জীবন আমার কেমন জীবন ?
যে জীবনের লুকিয়ে থাকা দুঃখ-কষ্ট
কেউ দেখে না কেউ বুঝে না ।
সব লোকে ই শুধু অভিনয় করা হাসি টা দেখে ,
জীবন জীবন জীবন ;
এ আমার কেমন জীবন ?
যে জীবনের চতুর দেয়াল ,
দুঃখ আর কষ্ট নামক বালি আর সিমেন্ট দ্বারা আস্ত করা ।
এ জীবন আমার কেমন জীবন ?
যে জীবনের গতি মাঝে মাঝেই থেমে যায় ।
জীবনের গতির সাথে আমিও হারিয়ে যাই অন্যথায় ।
জীবন প্লাবিত আজ অদ্ভুত এক যন্ত্রণায় ,
পৃথিবী আজ আমার জীবনের অঙ্গে ,
যে ব্যথার চাদর মুড়িয়ে দিয়েছে !
অনুভূতি গুলিও আজ আমায় তিলে তিলে খাচ্ছে -
এ আমার কেমন জীবন ?
লেখাঃ ১৩/০১/২০১৯