চোখের ভাষা
অদৃশ্য আমি
======
আমি তো বুঝি না ,
আমি বুঝি না কি মায়া তোমার ঐ আঁখিতে !
মম আঁখি তোমাতে রেখেছি ,
মম এই মনে তোমার ছবি এঁকেছি ।
আমি জেনেছি ,
আমি উপলব্ধি করেছি ,
আঁখি শুধু বাস্তবতার প্রতিচ্ছবি ই দেখে না ,
এ আঁখি শুধু মনের কথাই বলে না ,
আঁখি দেখে শরীরের অভ্যন্তরে র রোগের কথাও ধারণা করা যায় ।
আঁখি পানে তাকিয়ে মনের গভীর অব্ধি পৌঁছে যাওয়া যায় !
যে আঁখি অতি-সামান্য বিষয় নিয়ে
অভিমানে সিক্ত হয় সেই আঁখি সীমাহীন
ভালবাসার স্বপ্ন লালন করতে জানে।।