এমন একটা তুমি চাই
অদৃশ্য আমি
======

তারে কি কোনো দিন আমি পাবো না ?
আমার মত করে যারে আমি চাই !
সে কি কোনো দিন ও আসবে না ?
আমিতো এমন একটা তুমি চাই ,
যে তুমি তে আমি ছাড়া অন্য কেউ নাই !
আমি এমন একটা তুমি চাই ,
আমার মনের মত করে ঐ তোমাকে সাজাতে চাই !