সরি
অদৃশ্য আমি
-----------

ওগো তোমার আঁখি জুড়ে রোদন,
আমি যতোই করি বারণ!
দিন শেষে বুঝি নিজের অজান্তেই ;
আমিই তোমার অশ্রু ধারার কারণ।
জাহাঙ্গীর নগর বসে দুজন যতোই বলি,
ইমু রানা হয়ে যাবো এক!
দিন শেষে দুজন দু প্রান্তে গিয়ে হারাই নিজেদের বেগ।
কত শত ইচ্ছে,  অভিপ্রায় আমার!
থাকবো তোমার পাশে- আগলে রাখবো গভীর ভালোবেসে
দিন শেষে ধ্যান মগ্ন হলেই,
জরিয়ে যাই নিজেদের অজান্তেই দুশ্চিন্তার চাদরে।
দেখা হলে বলি তোমায় দেবো আমি ঠাহর!
কাজের চাপে সব ভুলে যাই,
রাখতেই পারিনা তোমাকে দেয়া কথা।
যার ধরুন তোমার কাছে খাই কত বকা।
বাবাই আমাকে ভুল বুঝনা,
রাগ রেখোনা মনে জমা!
সব ভুলে যাও বাবাই, আমি এক অদম!
আমাকে করো ক্ষমা।