ওগো সৃষ্টিকর্তা দেখাও সঠিক পথ
অদৃশ্য আমি
======

সুন্দর এ ধরণীর যত সব সৃষ্টি ,
তোমার মহিমা বুঝা দায় , তুমিই শ্রেষ্ঠ ।
তুমি সতত ই তোমার মহা গুনে গুণান্বিত !
নাদান আমি পাই না কূল- যা করি ভুল ,
শুধরানো র সুযোগ চাই প্রভু ,
তুমি ক্ষমা করে দাও মোরে ;
দেখাও সঠিক পথ ।
ওগো খোদা, এ বিশ্ব জগতে যা কিছু আছে-
অসম্ভব , জানি প্রভু তুমি চাই সবি হয় সম্ভব !
তুমি ক্ষমা করে দাও মোরে ;
দেখাও সঠিক পথ ।