জীবন নিয়ে উক্তি
অদৃশ্য আমি
======
জীবন হচ্ছে কঠিন এক বিষয় , যা একা বহন বড় দুষ্কর !
জীবনকে বহনে একাধিক মানুষের প্রয়োজন ।
অদৃশ্য আমি ।
আমার বিদায়ের দিনে ফুলের তোরা চাইনা ,
সকলের ভালোবাসা চাই ।
অদৃশ্য আমি ।
মৃত্যুর ভয় কতটা যন্ত্রণার তা শুধু জানে দুজনেই ।
১.আল্লাহ ২.যার মৃত্যু হয় !
অদৃশ্য আমি ।
আমি যেদিন পৃথিবীতে থাকব না , সেদিন আমি কারো হস্ত হতে ফুলের তোরা আশা করছি না ,
সকলের তরে আমি দোয়া চাই ।
অদৃশ্য আমি ।