ওগো আমার প্রিয়তমা নন্দিনী
অদৃশ্য আমি
======
ওগো আমার প্রিয়তমা নন্দিনী ,
আমি তোমাকে ভালোবাসি তুমি বোঝো না !
আমি তোমার অবহেলা পেয়েও তোমাকে ,
তোমাকে বারবার ভালবেসেছি ,
তোমার ভালোবাসার তরে একটু ,
একটু আশ্রয়ের আশায় বারং-বার আমি ছুটে এসেছি
যা তুমি বুঝনি , তুমি উপলব্ধি করতে পারানি ।
ওগো আমার প্রিয়তমা নন্দিনী ,
জানো ?
পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয় ,
যখন ভালোবাসার মানুষ টি ভালোবেসে পাশে থাকে ।
আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় !
যখন ভালোবাসার মানুষ টি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে