ভালবাসার আপন প্রাঙ্গণে
অদৃশ্য আমি
======

ওগো প্রিয়তমা বলো-
কোন হাতে আমি জড়িয়ে ধরবো
তোমার ভালবাসা !
উঞ্চ করমর্দনে , নাকি দুহাতে বাহারী সুগন্ধ আলিঙ্গনে ৷
ওগো প্রিয়তমা আমার হিংসা হয় ,
সবুজ সমারোহ-তে ঘেরা চারদিক দেখে ভাবি
কি ভাবে সারাদিন সারারাত
সমুদ্রকে জড়িয়ে শীতল স্পর্শে
ভালবাসা জড়ায় আপন প্রাঙ্গণে ৷
ওগো প্রিয়তমা শোনো
কোনো এক দ্বীপে জ্বলন্ত রোদে
শরীর স্বেদ বাষ্প হয়ে মেঘকে
জড়ায় , আবার জল হয়ে জুড়ায় মাটির বুকে ৷
ওগো প্রিয়তমা আমি ভাবি ,
ভুল ঘাটে কি পা মাড়াবো না !
ওগো প্রিয়তমা
সে কি শুধু স্বেদ আর দ্বীপের ভালবাসা
নাকি উৎসাহে জড়িয়ে উৎসে ফিরি আসা ৷
ওগো প্রিয়তমা শোনো
কী থাকে আর বলো এক প্রাণে
ভালবাসা কি কেউ সংযম করে
ভালবাসা কি উৎসবে বিলিয়ে হিং সে হয়
শুষে নেয় আয়ু ৷
প্রিয়তমা তার চেয়ে ভাল আমাকে ঘিরে থাকো
ভালবাসা গ্রাস করো না ।
স্পর্শ করে থাকো এক অমনি বাস
অনির্বচনীয় আনন্দ যাতনার মতো ৷