জীবন ৩
অদৃশ্য আমি
======
জীবন মানেই বাঁচতে হবে সকলের ই আশা ,
জীবনে যদি আশে ব্যর্থতা - জীবন হয়ে যায় হতাশা ।
জীবনে থাকেনা সস্থি -
চারিদিকে শুধু মরুভূমির ধূ ধূ ।
জীবন মানেই বাঁচতে হবে নিজের ইচ্ছে মত চলতে হবে !
জীবনের স্রোতধারায় কত ভাবনা -
বিবেকের কাছে আজ আমি বন্দি ।
বিদ্রোহী মন আওয়াজ তুললো
এ ধরায় কত শত সহস্র জীবন এলো -
সময়ান্তর গোরে চলে গেলো ,
সুখ নাহি কেহ পেলো ।
এ ধরাতে জীবন কেনো এলো মেলো ?
জীবন কোথাও সহজ সরল ,
জীবনের মানে না বুঝলে ই সারা জীবন গরল ।