জীবন ২
অদৃশ্য আমি
======

অদ্ভুত এই জীবন , মানে বুঝা বড় কঠিন !
প্রতিটা জীবন-ই থমকে থমকে চলে ,
কেউ জীবনকে প্রকাশ করে উজ্জ্বল করে ;
কেউ বা আবার প্রকাশ ঘটায় অন্যরূপে ,
সাদা মাটা  মম এ জীবনের কথা কি করে বলবো !
অস্থিরতায় ভরা আমার এ জীবন ।