জীবন
অদৃশ্য আমি
======
জীবন চলার পথ এতোটাই কঠিন ,
তা আগে বুঝিনি আমি ;
আজ এমন এক পরিস্থিতির সামনে আমি !
যা আগে আমি টেলিভিশনে বা পত্রিকায় দেখতাম ।
আমি আজও টিভি দেখি দেখি এ ধরার কৃত্রিম খবর !
আজ আমি হয়েছি চরম এক মানুষিক নির্যাতনের শিকার !
আজ আমাকে শুনতে হয় কত শত মিথ্যা কথা ।
আজ আমি বাদ্য অপরাধ করতে ,
আজ আমি বাদ্য দুর্নীতি করতে !
সৎ পথে চললে মূল্য কথায় আজ ,
অসৎ পথে চলতে অনেকেই ডাকে আমায় ।
আরো কত কথা বলতে মানা ,
মূল্য নেই আজ , সুযোগ নেই কিছু বলা বা করার !
নিজের প্রতিভা কেও কাজে লাগাতে আমি ব্যর্থ !