শুধু তোমাকে চাই
অদৃশ্য আমি
======

পুষ্প সুন্দর , সত্যিই ফুল অনেক সুন্দর ;
যার পরন্তু পুষ্প কে সবে ভালোবাসে -
আমিও ভালোবাসি পুষ্প , ফুল সুন্দর বলে ।

যত বেশি ভালোবাসি ফুলকে ,
মনে হয় তার চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমাকে ।
ফুলকে যেমনি লোকে কাছে টেনে নেয় ,
ফুলের সুভাষ নিতে ।
তব মুখের হাসি দেখে মনে হয় ,
হারিয়ে গেছি আমি এক স্বপ্নের রাজ্য ।
তোমায় দেখে মনে হয় ,
চেয়ে থাকি সারাক্ষণ তব মিষ্টি মুখের পানে ।
তব কালো কেশ দেখে মনে হয় -
সুভাষ নেই তব কালো কেশের  !
তব রাঙ্গা পায়ের হাঁটা দেখে মনে হয় ,
হবুহ নকল করে হাঁটি তোমার সাথে ।
তব ঠোটের অনুভূতি দেখে মনে হয় ,
আমায় ডাকছে তোমার কাছে ।
আমি বার বার বলতে চাই ,
শুধু তোমাকে চাই ।
পরন্তু আমি ভালোবাসি তোমাকে ,
তাই আমি তোমাকে চাই , শুধু তোমাকে চাই ।
শুধু তোমাকে চাই ,শুধু তোমাকে চাই ।