আমি মুগ্ধ
অদৃশ্য আমি
======

ও হলুদ পাখি ,
তব মায়াবী হাসির স্নিগ্ধতায় আমি মুগ্ধ ;
তব ছল ছল কাজল কালো আঁখি ,
সত্যিই বিস্ময়কর তোমার ঐ হরিণী দুটি চোখ ।
বেশ মায়া তোমার ঐ দুটি আঁখিতে !