আদ্রিতার বাবা হতে চাই
অদৃশ্য আমি
======

ওগো স্বপ্নের রাজকুমারী আমার পুতুল ,
আদ্রিতাকে নিয়ে কেনো এতো দুশ্চিন্তা ?
আদ্রি তোমার মেয়ে ও কি তোমার দেহের অংশ নয় ?
ওরে নিয়ে কেনো এতো বেশি দুঃচিন্তা কেনো এতো ভয় ?
আমিতো আদ্রিতাকে দেখবো-না আমার চোখে ,
আমি তোমার চোখে , চোখ রেখে দেখবো আদ্রিতাকে।
আদ্রিতার অনঘ হাসি,সব কান্না তুমি একাই কেন দেখবে?
একটু সুযোগ দিও আমায়, তুমি নিও আমার পরীক্ষা ,
হতে চাই রাজকুমারী বন্ধু তোমার, আমি হতে চাই আদ্রিতার বাবা।
শুদ্ধ সরল চাহনি আমার তুমি কেনো দেখ না চেয়ে ,
একটা সুযোগ পেলেই আদ্রিতা হবে আমি রাজের মেয়ে ,