স্বপ্নে দেখি তোমায়
অদৃশ্য আমি
-----------
আমার অলিক স্বপ্নে তুমি ,
যবে তোমায় ভাবি প্রতিদিন প্রতি রাতে ;
যবে তোমায় মনে পড়ে ।
স্বপ্নে দেখি তব মুখের মিষ্টি বদন বাঁকা হাঁসি ,
যবে তোমায় মনে পড়ে ।
যখন আমি তোমাকে নিয়ে খুব বেশি ভাবি ।
ঠিক তখনই ভেসে উঠে -
আমার সামনে তব মিষ্টি মুখ ।
আমার অলিক স্বপ্নে তুমি , তোমার ঐ টানা টানা দুটি আঁখি ।