হারিয়ে গেছি আমি
অদৃশ্য আমি
======
আজ আমি হারিয়ে গেছি ,
আমাতে নেই আমি - কেমন জেনো এক অন্যমনস্ক হয়ে গেছি !
মম মনটা ও আমাতে নেই , হয়েছে বোধহয় চুরি ।
আচমকা তুমি কেনো এলে মোর জীবনে ,
কেনো তুমি না বলেই মনটা করল চুরি ?
ক্ষীয়মাণ এ পরিস্থিতি-তে মম ভাবনা জুড়ে শুধু তুমি !
আজ আমি হারিয়ে গেছি ,
আমাতে নেই আমি - কেমন জেনো এক অন্যমনস্ক হয়ে গেছি !
তোমার ঐ অবাক দুটি আঁখি জুড়ে -
ছায়া কাঁপে ভয় অভিমানে অভিমানে ।
আজ আমি হারিয়ে গেছি , চিরতরে হারিয়ে গেছি !
নিজের অজান্তেই হারিয়ে গেছি, হারিয়ে গেছি তোমাতে ।
আজ আমি হারিয়ে গেছি ,
আমাতে নেই আমি - কেমন জেনো এক অন্যমনস্ক হয়ে গেছি !