প্রতিটা মানুষের জীবন ই সময় ও স্থান অনুযায়ী একটা চরিত্র
অদৃশ্য আমি
======
জীবনের চরিত্রে কারো জীবন কাটে বিষাদে , কারো আনন্দে !
বাস্তবতায় কাউকে অনেক সুখী দেখালে ও, অভ্যন্তরে তারে বুঝা বড় দায় ।
আবার কেউ এমন যে, সকলের সামনে অস্থির- অথচ তার জীবন চলার মান আকাশ চুম্বী বিশাল বহুল !
আমি বারং বার কেনো থমকে চাই, নিজেকে প্রশ্ন করে কখনো উত্তর পাই-আবার কখনো উত্তর পাইনা ।
কাড়ন বাস্তব এই জীবনের চরিত্র টাই এমন
কখনো আমার লিখতে ইচ্ছে হয়, আবার কখনো কলম ধরতে ইচ্ছে হয়না । ভালো লাগে না আমার
কখনো কখনো ঘুরতে অনেক ইচ্ছে হয়,
আবার মাঝে মাঝে এমন পরিস্থিতি সামনে এসে ধারায় , ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় হয়না ।