দিওনা কোনো যাতনা
অদৃশ্য আমি
======

ও প্রিয়া তুমি আমার এমনই একজন ,
তোমার অবহেলা সহ্য করার ক্ষমতা আমার নেই ।
ও প্রিয়া তুমি অবহেলা করোনা আমায় !
দিওনা কোনো যাতনা ,
আমায় তুমি দিওনা পীড়া , যা আমার সহ্যর বাহির !