ভুল বুঝ না আমায়
অদৃশ্য আমি
======
ওগো আফরি তোমার চোখে রাখবো চোখ ,
মম ঠোঁট রাখবো তোমার ঠোঁটে !
মনে রেখো আফরি ,
তোমায় কথা বলতে দেবো না আমি মোটে ।
ওগো আফরি তোমার মুখের ভাসা থামিয়ে দেবো-
মম ঠোঁট রেখে তোমার ঠোঁটে ।
মনের যত ভাসা তোমার ,
পরে নেবো তোমার চোখের ভাসা দেখে !
আফরি তুমি কি বলতে চাও , বলো কিসে এত বাধা ?
শতিনের ভয়ে তুমি , আমাকে বলছো কথা আধা !
তার চেয়ে আফরি এই ভালো , তুমি থাকো চুপ করে ,
তৃপ্ত হয়ে মন ভরে দেখো আমি রাজ কে।