অন্যরকম অনুভূতি
অদৃশ্য আমি
======
ওগো তোমার ঐ মুখের ☺ হাসি,
হরিণী চোখের চাহুনি -
মন বলে তুমি মায়াবী পরী
কমল তোমার শিহরণ।
তব ঐ লাজুক চোখের চাহুনি,
পায়ে দিয়ে পায়েল-
আমাকে করেছো ঘায়েল।
কাজল বরণ রুপ যে তোমার,
ভেসে উঠে তব আস্যে।
তোমার মলিন কণ্ঠ শুনলেই
আমি হারিয়ে যাই অন্য এক উল্লাসে।
ধন্য আমি ধন্য ওগো,
ধন্য আমি তোমার গভীর ভালবাসতে!
যতদিন বেচে থাকবো আমি,
বেচে থাকবে তুমি আমার
মনের মনি-কুঠোতে।
লেখাঃ ১৫-০১-২০২৩