প্রিয় বাংলাদেশ
অদৃশ্য আমি
======

আমি ভালোবাসি আমার মাকে ,
আমি ভালোবাসি আমার দেশকে ;
আমি জন্মেছি এই দেশে -
আমার সোনার বাংলাদেশে ।

কত কষ্ট করে জনিকা মানুষ/বড় করেছেন আমায় !
কত লক্ষ মুক্তি সেনা যুদ্ধ করেছে -
তারা অনেকেই যুদ্ধে শহীদ হয়েছে ,
দেশটাকে করে গেছে স্বাধীন আমার !
এ আমার মায়ের দেশ ,
আমার সোনার বাংলাদেশে ।
কত কষ্ট করেছে যুদ্ধ করেছে ,
কত লোক শহীদ হয়েছে দিয়ে গেছে তাদের প্রাণ ।
এই দেশটি স্বাধীন করার জন্য ,
আমার কত মা বোন দিয়েছে ইজ্জত -
তারা হারিয়েছে তাদের প্রাণ ।
তাইতো আমি ভালোবাসি আমার মায়ের দেশ ,
এটাই আমার জন্মভূমি , আমার বাংলাদেশ ।
বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ
আমি ভালোবাসি তোমাকে , তুমি আমার বাংলাদেশ ।