প্রভুর ইশারায়
অদৃশ্য আমি
======
মাঘ মাস চলে যায় , ফাল্গুন আসে !
ফাল্গুন মাসে ঝরে আমের মুকুল ,
ফাল্গুনে ঝরে গাছের পাতা ,
এই ফাল্গুনে মাঝে মাঝে বৃষ্টি আসে
পাইনা খুঁজে ছাতা !
ছাতা ছাড়া বাহির হলে ,
বৃষ্টির ফোটা লাগে গায় ,
হঠাৎ হঠাৎ গায়ে তাপ যায় বেড়ে ,
বিছানাতেই শুয়ে আমি থাকি
শক্তি পাই-নে গায়ে ।
বৃষ্টিতে ভিজে আমার লেগে গেছে ঠাণ্ডা
কাশতে কাশতে ধনুক সমান
হয় যে শরীর বাঁকা,
আশির ঊর্ধ্বে বয়স যেন বৃদ্ধ হলাম পাকা !
নাওয়া-খাওয়া বন্ধ আমার
হলাম দিশেহারা,
একি!-
গাছ-গাছালি বৃষ্টি পেয়ে সুখেই আত্মহারা !
গান গেয়ে যায় শিরিনসুরে হে আমাদের রব ,
যা পারেনা অন্য কেউই তুমিই পার সব।
খরার মাঝেই বৃষ্টি দেয়া আর কারো নয় গুণ,
"কুন,,বলতেই তুমি প্রভু হয় যে "ফা-ইয়াকুন