এক দেশে এক রাখাল ছিল ভীষণ মিথ্যাবাদী,
ভাবত বোধ হয় মিথ্যাটা নয় কোনো অপরাধই!
রাখালটা এক ছাগলের পাল করত দেখাশোনা,
মাথায় ছিল ফাজলামো আর বাজের আনাগোনা!
-
বাঘ এসেছে, বাঘ এসেছে করত ডাকাডাকি,
লোকেরা সব আসত ছুটে; দেখত সবই ফাঁকি!
রাখাল ছেলে এমন করে করত কেবল ছল,
একদিন সে তার এ কাজের পেল উচিৎ ফল!
-
সত্যিকারের বাঘ একদিন সামনে এল তার,
বাঘ এসেছে বাঘ এসেছে করল সে চীৎকার!
চীৎকার গেল যাদের কানে ভাবল সবাই এই,
মিথ্যা বলছে রাখাল ছেলে তাই গিয়ে কাজ নেই!
-
তাইতো এত ডাকের পরও কেউ দিলো না সাড়া,
শেষ অবধি রাখাল ছেলে গেল সেদিন মারা!
মিথ্যাবাদীর হয় না কভু ভালো পরিণতি,
মিথ্যাবলা মানে করা নিজেই নিজের ক্ষতি!