এক যে ছিল কাঠুরিয়া, থাকত অচিন গাঁয়,
কাঠ কেটে রোজ বেচত হাটে, অল্প ছিল আয়।
নদীর ধারে একদিন সে কাঠ কাটতে গেল,
কুঠার হঠাৎ পড়ল জলে, তার চোখে জল এল।

খানিক পরে নদী থেকে জলপরী এক এসে,
বলল তাকে, "যাচ্ছ কেন চোখের জলে ভেসে?"
এটা শুনে কাঠুরিয়া চোখ মোছে আর বলে,
"শেষ সম্বল কুঠার আমার পড়ে গেছে জলে।"

জলপরীটা কাঠুরিয়ার দুখের কথা জেনে-
বলল তাকে, "আর কেঁদো না! দিচ্ছি কুঠার এনে।"
এটা বলেই জলপরীটা ফের জলে ডুব দিয়ে,
আসল ফিরে খানিক পরেই সোনার কুঠার নিয়ে।

বলল, "এ নাও তোমার কুঠার! খুশি তো নিশ্চয়?"
কাঠুরিয়া বলল, "এটা আমার কুঠার নয়।"
জলপরীটা ডুব দিয়ে ফের রুপার কুঠার আনে,
এবং সেটা দেয় এগিয়ে কাঠুরিয়ার পানে।

কাঠুরিয়া বলল আবার, "এটাও আমার নয়",
জলপরী তার কথা শুনে ভীষণ খুশি হয়।
মুগ্ধ হয়ে জলপরীটা তখনই ডুব দিয়ে,
আসলো ফিরে সোনা, রূপা, লোহার কুঠার নিয়ে।

আর বলল, "মুগ্ধ আমি তোমার সততায়",
তিন কুঠারই তাইতো আমি দিলাম তোমার পায়!
খুশি মনে যাও বাড়িতে, কেঁদো না কো আর।
সততা যার মাঝে থাকে পায় সে পুরস্কার।"