বড্ড বেমানান ঠেকে,
যদি একটি গোলাপও তোমায়  না দিতে পারি,
প্রতি বছরের ন্যায় এবারো খুব ইচ্ছে ছিল,
চেষ্টা ও ছিল ভীষণ।
কিন্তু বেরসিক দোকানদার,
ব্যবসাটায় তার কাছে মুখ্য,
ওসব প্রেম ভালোবাসা তাদের জন্য বিশেষ উপলক্ষ।
দাম হাকালো ত্রিশ,
কোন কোন দোকানে আরো বেশি।
তা শুনে বাধ সাধলো এই মন।
ভালোবাসা দিবস গেলাম ভুলে
ফাগুন আমায় দিল ধরা।


তোমায় না হয় নাই বা দিলাম একটি গোলাপ
তার চেয়ে বরং
দিলাম তোমায় রক্ত রাঙা  শিমুল, পলাশ।
আরো দিব শাল পিয়ালের বন
আমার ছোট্ট নিগুঢ় মন।
নিও তুমি সব কুড়িয়ে
ভালোবাসা যেন, কভু না যায় ফুরিয়ে।