নিশিতের অন্ধকারে, সুখের স্বপন ঘোরে,
দেখেছি তোমায়, ভেবেছি তোমায়,
ছিলে তুমি কত কাছে মোর
হঠাৎ কি যেন আচমকা ভয়ে
জেগে দেখি, তুমি চলে গেছ অনেক দূরে।
কল্পনার জগতে সুখের স্মৃতিচারণ করতে করতে
চলেছি তোমার সাথে সে কোন স্বপ্নালোকে
যেখানে তুমি আমি দু'জনে
নীর বাঁধব একই সনে,
সেই আশারি দোলাচলে
ভাসাইলাম প্রেমের ভেলা!
স্বপ্নপুরীর রাজ্যের সে পথে চলতে চলতে
একদিন দেখি, ফুরিয়ে এলো আমার জীবনের বেলা।