এই তো বেশ যাচ্ছে ভালো
ভালো থাকার গল্প, নিছক নয় অল্প!
গড়িয়ে যাক সময়, সময়ের মত,
মনে পড়ার দিন, বোধ হয়, হয়েছে লীন,
সময় এখন ভীষণ ব্যস্ত।

ছিল যত রাগ যত অভিযোগ
ধীরে ধীরে সব হচ্ছে বিয়োগ,
কি হবে পুষে মিছে যত ক্ষোভ!
যখন ভালোবাসার এত গল্প,
জীবনে হচ্ছে তো যোগ!

কাঠগড়ায় কাকে দাঁড় করায়?
প্রেম মাপি কিসের ভিত্তিতে, কোন নিত্তিতে?
কি লাভ বল এত হিসাব কষে?
যদি প্রেমই না পাই ঠাঁই কারো স্মৃতিতে!!


দিনে দিনে যত্নহীনে,
জমেছে ধুলো স্মৃতির পুঁথিতে,
ক্ষয়ে ক্ষয়ে শব্দরা  হয়েছে ঝাপ্সা
তবুও কি পেরেছি কিছু ভুলিতে?

আবছায়ায় কে  ডাকে আমাই?
কেন আপস করে না মন?
কি ক্ষোভে,  কি বিষাদে এত দূরত্ব,
ভালোবাসার এত অযতন??


শুকনো ঢালে নতুন করে গজিয়েছে  কুঁড়ি
কত নতুন অতিথি,  কত প্রজাপতি
প্রত্যহ সাজায় রঙের মেলা,
জানি উপচে পড়বে নীর, ভাঙবে  তীর
তবু থামবে না ভাঙা  গড়ার খেলা।