"ভুলে যেও আমায়!
ভুলে যেও এই অল্প কিছুদিনের মিথ্যে ভালবাসার গল্প।
ভুলে যেও এই ভেবে,
তুমি অপাত্রে তোমার বিশ্বাস কে সম্প্রদান করেছিলে।
ভেবে নিও, যাকে তুমি ভালবেসেছিলে সে ছিল তোমার ভালোবাসার অযোগ্য, ঠক, প্রতারক।"
কত সহজে বলে গেলে কথা গুলো।
এক নিমেষে আঁখির অগোচর হলে।
এত নি:শব্দে ভাঙতে জানো, আগে বুঝি নি।
বুঝিনি এত নিপুনভাবে মিথ্যে কে তুমি ছলনার আবরণে ঢাকতে পার।
বিশ্বাস কর, যতটা না আমার দু'নয়ন অশ্রুসিক্ত হয়েছিল তোমার প্রস্থানে,
তার থেকে অনেক গুন বেশি হয়েছিল
হৃদয় বিদীর্ণ তোমার শঠতায়।
আচ্ছা! সব ত্যাগে কি কষ্ট থাকে?
থাকে না কি বিসর্জনের গৌরবান্বিত মহিমা!
আমি না হয় বিসর্জন দিতাম,
যদি তুমি সহজ করে বলতে তোমার সকল স্বীকারোক্তি।