রোজ তোমার যে সড়ক ধরে নিত্য আসা যাওয়া,
যে সড়কের ধুলোবালি,
পায় গো তোমার ছোঁয়া!!
শুধু একটি বার তোমাকে দেখার জন্য!
আমি হব সেই সড়কের ট্রাফিক পুলিশ।
প্রতিদিনকার মত ট্রাফিক সংকেত দিতে গিয়ে যখন আমি হাত উঁচাবো,
ডানে বামে করতে করতে,
হঠাৎ আমার তর্জনী বেয়ে দৃষ্টি গিয়ে পড়বে তোমার উপর।
চোখের পলক পরবে না আমার,
পাছে তুমি যদি নিরুদ্দেশ হয়ে যাও নিমিষে।
তপ্ত রোদ গায়ে মেখে কিংবা বৃষ্টি ভেজা শরীর নিয়ে,
আমি ঠাঁই দাঁড়িয়ে রব তোমার প্রস্থান অবধি,
এভাবেই প্রত্যেক টা ক্ষন অপেক্ষায় থাকব,
একই ভাবে যদি আর একটা বার তোমায় দেখি ।
প্রায়ই তুমি যে মন্দিরে পুজা দিতে আস
শুদ্ধ চিত্তে!!
তোমার মনের উচ্চাভিলাষ গুলো দেবতার পাদপদ্মে নিবেদন করতে!!
আমি হব সেই মন্দিরের পুরোহিত।
শ্বেতশুভ্র তোমার শাড়ির আঁচল বেয়ে
পবিত্রতার হাওয়া এসে,
ছুঁয়ে যাবে আমার মনের গহীনে।
নাড়িয়ে দিবে স্মৃতির পাতা।
মন্ত্রের ন্যায় মুখস্থ সব অতীত।
অবলীলায় দোলা দিয়ে যাবে অন্দরে।
ক্ষনিকের তরে আমি হারিয়ে যাব
মৃত প্রায়ই কোন নগরে।।
যে অভিজাত শপিং মলে তোমার নিত্য আনাগোনা,
স্বপ্নের রাজ্য সাজাতে তোমার রকমারি সওদা,
সে অভিজাত মলের দাড়োয়ান হব আমি।
তোমার এন্ট্রান্স আর এক্সিট এর সময়,
মুল ফটকে, পুল আর পুশ এর মাঝখানে যে খানিক সময় পাব!!
ঠিক ততক্ষণি, আমি তোমায় দেখব।
অতটুকুর জন্য আমি বিরামহীন দাঁড়িয়ে রব।
আমি হবো তোমার সরু গলির মরচে পরা ল্যাম্পপোস্ট।
কিছু টা আলো বিলানোর নিমিত্তে যার এখনো টিকে থাকা,
জীবনের যে পথ ধরে,
তুমি ভেবেছিলে পাড়ি দিবে চন্দ্রালোক।
আমি দিব তোমায় সে পথে চলার জন্য কিয়ৎ আলোক রশ্মি।
আবছা সে আলোয় তুমি পৌঁছে যাবে গন্তব্যে।