অঝোরে ঝরে শ্রাবন ধারা
ব্যাকুল হৃদয় পাগল পারা,
সখী যে আমার আসবে কখন!
হৃদয়ের প্রেম কাননে, ভ্রমরের গুঞ্জরণে,
ফুটিল যে পুস্পরাজি ,
সেই ফুলের প্রেম মাল্য
কাছে পেলে তারে পড়াবো তখন ।
অতীব যতনে, পরম মমতায়
গড়া মোর প্রেম মালা,
স্মৃতির মানসপটে আঁকা যার ছবি
শোভা পাইবে তার গলা ।
প্রতিটি সুঁইয়ের ফোঁড়ে ফোঁড়ে
স্বপ্ন গেঁথেছি সারা রাত ভরে ,
সারাটি জীবনের স্বপ্ন আমার
দেখেছি ফুলের পাঁপড়িতে ।